Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকার বিরোধী মন্তব্য করার আনসার আটক সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে চাকুরী সরকারীকরণ নিয়ে উস্কানিমূলক ও সরকার বিরোধী মন্তব্য পোষ্ট করার অভিযোগে আটক জনতা ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার গার্ড সফিকুল ইসলাম (২৫) এর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ তার কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করবে বলে জানায়। গতকাল শনিবার সকালে জেলা আনসার অফিসের প্রশিক্ষক মোঃ তানভীর আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
তিনি মামলায় উল্লেখ করেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইকরামনগরী গ্রামের আব্দুল মালেকের পুত্র আনসার সদস্য সফিকুল ইসলাম জনতা ব্যাংক হবিগঞ্জ শাখায় গার্ড হিসেবে কর্মরত। সে বেশকিছুদিন ধরে ফেসবুকে চাকুরী সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানিমূলক ও সরকার বিরোধী পোষ্ট দিয়ে আসছিল। পরে হেডকোয়াটারের নির্দেশমতে তাকে আটক করে ১৫ ফেব্র“য়ারি সদর থানায় সোপর্দ করা হয়। সদর থানার এসআই সাহিদ মিয়া বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে সে কারাগারে রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, আরো তথ্য উদঘাটনে আজ রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।