Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ব্রিজ নির্মাণের ঘোষণা দিলেন জেলা পরিষদ চেয়ামর‌্যান ডাঃ মুশফিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাদামপুর গ্রামের মসজিদ সংলগ্ন খালে ফুট বীজ নির্মাণের ঘোষণা দিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। গতকাল দুপুরে নাদামপুর গ্রামে ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শনকাল বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত, নিপিড়ীত ও নির্যাতিত মানুষের মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধু যেমন লক্ষ্য নির্ধারণ করে কাজ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্বদান করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কালভার্ট, বিদ্যুৎসহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। আগামী নির্বাচনে ও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি। এসময় তিনি নাদামপুর গ্রামের জনগসাধারণের দুর্ভোগ লাগবে খালের দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে মসজিদ সংলগ্ন খালের উপর ফুট ব্রীজ নির্মাণের ঘোষণা দেন। এসময় নাদামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নজীর মিয়া, আব্দুল বারিক ডিলার, মর্তুজ আলী, উপজেলা অগ্রযাত্রার সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মনসুর চৌধুরী’, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বিলাল মিয়াসহ নাদামপুর গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।