Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পানিউমদার টঙ্গিটীলায় শাহ দাউদ আরবী (রঃ) ও সৈয়দ শাহ আলী হায়দর (রঃ)’র বার্ষিক উরস সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার টঙ্গিটীলায় সুলতানুল আউলিয়া হযরত শাহ জালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত খাজা শাহ দাউদ আরবী (রঃ) ও অন্যতম ওলী হযরত শাহ আলী হায়দর (রঃ) বাঘ ছোয়ারী এর ঐতিহাসিক পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই বার্ষিক ওরসকে ঘিরে মাজারে মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত হাজার হাজার ভক্তবৃন্দের কান্নায় মুখরিত হয়ে উঠে গোঠা মাজার প্রাঙ্গন। সারা রাত চলে মিলাদ মাহফিল, জিকির আজগার ও মুর্শিদী গান। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ৪শতাধিক বছর ধরে শাহ জালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ দাউদ আরবী (রঃ) ও ওলীয়ে কামেল হযরত শাহ আলী হায়দর (রঃ) বাঘ ছোয়ারী এর বার্ষিক ওরস চলে আসছে টঙ্গিটীলায়। ওরস উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকির আজগার এর উদ্বোধন করেন পীরজাদা সৈয়দ শাহ দরাজ চিশ্তী। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ শাহ রিয়াজ। এছাড়াও আগত অতিথিবৃন্দ ও ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। এদিকে, ওরসকে ঘিরে বুধবার বিকেলে থেকেই টঙ্গিটীলার চার পাশ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কার রেস, লটারীসহ হরেক রকমের মালামাল এর দোকান ঘর বসে। এ নিয়ে যেন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো টঙ্গিটীলা এলাকায়। শুক্রবার দিবাগত ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।