Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ পৌর মেয়রকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণ নিয়ে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুককে প্রধান আসামী করে এজহারভুক্ত ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মেয়র মোঃ ছালেক মিয়া ও শ্রমিক নেতা আতাউর রহমান মাসুকের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে মেয়র মোঃ ছালেক মিয়া জানান, শায়েস্তাগঞ্জ থানার সামন থেকে নতুন ব্রীজ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ চলছে। বৃহস্পতিবার বিকেলে দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্টে ঠিকাদারের শ্রমিকরা ড্রেন নির্মাণের জন্য পরিস্কার কাজ পরিচালনা করছিল। এ সময় শ্রমিক নেতা আতাউর রহমান মাসুক ও তার ভাই জালাল উদ্দিন মোহন দলবল নিয়ে এ উন্নয়ন কাজে বাধা প্রদান করে। তা না হলে উন্নয়ন কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে গেলে আতাউর রহমান মাসুক ও তার ভাই মোহন দলবল সহকারে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে কে আলী প্লাজার ভেতরে নিয়ে যান। সেখানেও তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ থানা ও আর্মড পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করেন।
এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।