Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই-মুকিত চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক মন্ত্রী শাহ এসএসএম শহীদ কিবরিয়া ছিলেন নবীগঞ্জ তথা সিলেটের গর্ব। শহীদ কিবরিয়ার স্মরণে তরুণ যুব সমাজ ‘‘শহীদ কিবরিয়া টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’’ নামকরণ করায় যুবসমাজের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে তরুণ প্রজন্মকে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। সুস্থ্য দেহ এবং সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, নবীগঞ্জের আউশকান্দি বাজারস্থ শহীদ কিবরিয়া টি ২০  ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী। শহীদ কিবরিয়া টি ২০  ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল বিকালে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান সোহেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, যুক্তরাজ্য ম্যানচেষ্টার ছাত্রলীগ এর সভাপতি রহমান তুহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী আব্দুল বাছিদ, সাবেক মেম্বার সেজলু মিয়া, ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম, কাজী আলী হোসেন, সাফি মিয়া, আমিন কামাল, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, সাজু আহমেদ, রেদোয়ান ইসলাম হৃদয়, বাবলু সরদার, মহিন উদ্দিন প্রমুখ।