Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটিসহ পৌরসভার সুনাগরিকবৃন্দ পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ ও পৌরসভার হোল্ডিং মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সচেতন পৌরবাসী স্বতঃস্ফূর্তভাবে করদানে অংশ গ্রহণ করে পৌরসভাকে সহযোগিতা করবেন বলে আমি মনে করি। আগামী মাসে পৌর-কর মেলাকে সফল করার জন্য তিনি পৌর করদাতাদের সহযোগিতা কামনা করেন। করদাতাগণ পৌরকর প্রদানে সহযোগিতার মাধ্যমে পৌরসভাকে কাংঙ্খিত লক্ষ্যে পৌছাতে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পৌরসভায় ওয়াটার সাপ্লাইর কাজ শুরু হয়ে গেছে বলে শুভ সংবাদটি তিনি দেন। আগামী বছরের শেষদিকে পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি বিশুদ্ধ পানি পাবেন বলে তিনি ঘোষণা দেন। তিনি বলেন বর্তমান পৌর পরিষদ নিরলসভাবে পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছে। পৌরসভার এ চতুর্থ পরিষদের দ্বারা পৌর আইডিয়াল স্কুল স্থাপন, একটি আধুনিক শহিদ মিনার তৈরি (নির্মানাধীন), ওসমানী রোড ও জে. কে. মডেল হাই স্কুল রোড পুনঃনির্মাণ, ডাকবাংলো রোড প্রশস্তকরণ, পশুহাটে শেড ও প্লাটফরম নির্মাণ-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। তিনি গতকাল ১৪ ফেব্র“য়ারি সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। পৌরসভার সহকারী কর-আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর সচিব মোঃ আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, মাদ্রাসা শিক্ষক ইব্রাহীম ইউসুফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সাবেক প্যানেল মেয়র ৩ যুথিকা দাশ, সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফুর্শিদা ইয়াসমিন, মোঃ জয়নাল আবেদীন, আঃ বাছিত চৌধুরী, রাখাল দাশ, ডেইজী বেগম, শিহাব উদ্দিন, হরিভক্ত দত্ত রায়, স্বাধীন বণিক, হাজী সালাউদ্দিন, আমীর হোসেন, আঃ ওয়াহিদ খাঁন, মোঃ আজাদুর রহমান, আবু সুফিয়ান আজাদ স্বপন, মগল মিয়া, মোঃ জামির হোসেন, মোঃ ফখরুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মাসুক মিয়া, মনফর আলী, রিয়াদ মিয়া, তারেক মিয়া, পৌরসভার কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, জুয়েল চৌধুরী-সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।