Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পুলিশ-বিজিবি’র দু’দিনের যৌথ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দু’ুদন ব্যাপি পুলিশ-বিজিবি যৌথ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হবিগঞ্জ পুলিশ লাইনস্ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মঈন উদ্দিন, ইএমই, ৫৫ বিজিবি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সহকারী পুলিশ সুপার নাসিম আহমেদ প্রমুখ। কর্মশালায় বিজিবি’র বিভিন্ন পদবীর ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় পিবিআই, সিআইডি ও জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরগণ প্রশিক্ষক হিসেবে কর্মশালায় যোগদান করেন। আজ সোমবার কর্মশালা শেষ হবে।
ডিএসবি প্রেরিত এক প্রেসবার্তায় বরা হয়েছে, হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল থানা এলাকায় সীমান্তবর্তী এলাকা রয়েছে। ওইসব এলাকা দিয়ে গোপনে বিভিন্ন সময় মাদকসহ বিভিন্ন চোরাচালান মালামাল অপরাধীরা বহন করে থাকে। বিজিবি কর্তৃক চোরাচালানকৃত মালামাল আটকের পর জব্দ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। ওইসব মামলাসমূহ বিচারের ক্ষেত্রে ত্র“টিবিচ্যুতি থাকার ফলে বিজ্ঞ আদালত হতে খালাসের মাধ্যমে আসামীরা অব্যাহতি পেয়ে আসছে। তৎপ্রেক্ষিতে জেলার মনিটরিং সভায় বিজিবি’র উদ্যোগে জেলা পুলিশকে সঠিকভাবে অবৈধ মালামাল জব্দ ও অভিযোগ দায়েরের বিষয়ে সহযোগিতা করার জন্য আহবান করেন।