Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অভিস্বরণীয়-মুশফিক চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, দিন বদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গেছেন বিশ্ব দরবারে। বর্তমান সরকারের আমলেই ক্রিকেটে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতিটি সেক্টর যেমন এগিয়েছে, তেমনি এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অভিস্বরণীয়। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা যুব সংঘের উদ্যোগে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটনের সভাপত্বিতে ও বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নজীর মিয়া, বাউসা হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি কাওছার আহমদ, বাউসা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আখলুছ মিয়া, হবিগঞ্জ রওশন রেজা এম্পেয়ার স্বত্তাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েত, নবীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বাউসা যুব সংঘের উপদেষ্টা মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, বাউসা যুব সংঘের উপদেষ্টা ও ডিড রাইটার বিভূ আচার্য্য, বাউসা হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ এখলাছ আহমদ, বাউসা যুব সংঘের উপদেষ্টা বাছিতুর রহমান চৌধুরী, নবীগঞ্জ রাজা কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক লিংকন আহমদ। এতে বক্তব্য রাখেন বাউসা যুব সংঘের সহ-সভাপতি শাহ সেলিম আহমদ, শাহ মিশু আহমদ, ফরহাদ হাছান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, নাজমুজ শাকিব চৌধুরীসহ বাউসা যুব সংঘের নেতৃবৃন্দ।