Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শহরে ভূমি নিয়ে দু’সহোরের মাঝে উত্তেজনা

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শহরের প্রাণকেন্দ্র নতুনবাজারস্থ আনমনুর রাস্তার সম্মুখে নির্মিত ব্যবসা প্রতিষ্টানের দেয়াল সংস্কার নিয়ে গতকাল সকাল ১০ ঘটিকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুস শহিদ ওরপে সাহিদ মিয়ার বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। সহোদরপুত্র জুলন মিয়া জবর দখলের অভিযোগে গতকাল বিকেলে এ জিডি করেন। সন্ধ্যায় দু’পক্ষকেই থানায় তলব করা হয়।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে প্রকাশ, শহরের উল্লেখিত স্থানের ৫২৯ দাগের ২ শতক ভূমিতে অভিযুক্ত সাহিদ মিয়ার সহোদর প্রতিবন্ধি আবদুল কালাম বিগত কয়েকযোগ ধরে গৃহ নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন। গতকাল নির্মিত গৃহের পশ্চিমাংশের দেয়াল মেরামতের উদ্যোগ নেন তিনি। এসময় সাহিদ মিয়ার ৫২৭ নং দাগের স্বত্ব দাবি করে দেয়াল নির্মানে বাধা দেন। এসময় দুই সহোদরের সমর্থনে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে দেয়াল নির্মানে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। গতকাল বিকেলে পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
এ ব্যাপারে ওসি মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয়পক্ষের অভিযোগ আমলে নিয়ে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দায়িত্বশীল সূত্র জানায়, দুটি দাগে নির্মিত প্লটের অভ্যন্তরে আনমনু প্রবেশমুখের এলজিডিভুক্ত রাস্তার ৫৩০ দাগের কিছু অংশ সংযুক্ত হয়েছে। সংযুক্ত ভূমি থেকে আবুল কালামকে সরাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সাহিদ মিয়া।
আব্দুস শহীদ সাহিদ মিয়া বলেন, সালিশ প্রক্রিয়া বা সার্ভেয়ার কর্তৃক ভূমির মালিকানা সনাক্তে আমার কোন আপত্তি নেই। নির্বাচনের সন্ধিক্ষণে অহেতুক বির্তকের অভিযোগ করেন তিনি।