Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করায় এমপি আবু জাহিরকে নাগরিক সংবর্ধনা প্রদানের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করায় হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে নাগরিক সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল শনিবার সকালে হবিগঞ্জ বার লাইব্রেরীতে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জের সিনিয়র আইনজীবী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফরোজ বখত এর সভাপতিত্বে পরামর্শ সভায় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নাগরিক সংবর্ধনা বাস্তবায়নের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এডভোকেট সৈয়দ আফরোজ বখতকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিনকে কার্যকরী আহ্বায়ক এবং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়াকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল খায়ের, মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পিপি সিরাজুল হক চৌধুরী, এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এমএ মুনিম চৌধুরী বুলবুল, রোটারিয়ান এমএ রাজ্জাক, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, মাধ্যমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ সদর শাখার সভাপতি রোকেয়া আক্তার, হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাব সেক্রেটারী রাসেল চৌধুরী, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, দেশ জমিন পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর খান, স্বদেশ বার্তা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রভাকর সম্পাদক আব্দুল হালীম, হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, হবিগঞ্জের জননী সম্পাদক ফজলে রাব্বী রাসেল, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক মোঃ আনিসুজ্জামান চৌধুরী রতন, হবিগঞ্জের বাণী সম্পাদক মোঃ জিয়া উদ্দিন দুলাল, উমেদনগর বার সর্দার সোনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, ফজলুর রহমান লেবু, সজীব আলী, জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজ উদ্দিন সুফী, এডভোকেট নুরুজ্জামান, এডভোকেট রুহুল হাসান শরীফ, প্রবাসী নেতা রোটারিয়ান আবুল কাশেম, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শংখ শুভ্র রায়, ডাঃ মোঃ জমির আলী, এডভোকেট লুৎফুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ আব্দুজ জাহের ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। এ কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিবে আহ্বায়ক কমিটি। এ লক্ষ্যে আগামী শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ বার লাইব্রেরীতে আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।