Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপতৎপরতা প্রতিহত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, এতিমের নামে টাকা আত্মসাত করায় খালেদা জিয়া আর তারেক রহমান শাস্তি পেয়েছেন। এই মামলা সরকার করেনি, এতে সরকারের কোনো হস্তক্ষেপও ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলা এটি। অন্যান্য মামলার মতোই আদালত এর রায় দিয়েছে। আর এতে প্রমাণ হয় দেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে। খালেদা জিয়া তার কর্মের ফল পেয়েছেন। দুর্নীতির দায়ে সাজার আদেশপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রায়কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলাতেও জনগণের জান ও মাল বিনষ্ট করতে বিএনপি’র অপচেষ্টা প্রতিহত করায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মিছিল শেষে গতকাল শুক্রবার সন্ধ্যার পর শায়েস্তাঞ্জ রেলওয়ে পার্কিং স্কুলের মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাদের অপচেষ্টাকে প্রতিহত করে বুঝিয়ে দিয়েছেন বর্তমান সরকার দেশবাসীর নিরাপত্ত্বা দিতে সক্ষম। সামনের দিনগুলোতে যাতে সন্ত্রাসীরা কোনো ধরণের অপতৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ ও পৌর মেয়র ছালেক মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম, সহ সভাপতি ও কাউন্সিলর আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ আলী, মাসুকুর রহমান বাবু, শিকার আহমেদ, মোশাররফ হোসেন সাহেদ, কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল খান, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জলফু মিয়া, সদস্য সচিব ইসহান আলী সেবন, পৌর কৃষক লীগের সভাপতি কাউন্সিলর জিতু আহমেদ মাখন, মহিলা আওয়ামী লীগের নেত্রী কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিদ, সাধারণ সম্পাদক এটিএম আফজাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, পৌর শ্রমিক লীগের আহবায়ক সালাহ উদ্দিন, শ্রমিক লীগ নেতা হারুনুর রশিদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল হুদা তৌহিদ, প্রসেনজিৎ দেব, সাইদুর রহমান জীবন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।