Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব-নিকাশ নবীগঞ্জ পৌরসভার বর্তমান পরিষদের দায়িত্বের দু’বছরের পূর্তি আজ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ পূর্ণ হলো নবীগঞ্জ পৌরসভার ৪র্থ পরিষদের দু’বছর পূর্তি। ২০১৬ সালের ৮ ফেব্র“য়ারি নবীগঞ্জ পৌরসভার ৪র্থ পরিষদ দায়িত্বভার গ্রহণ করেন। তৃতীয় বারের মেয়র আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে টপকিয়ে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী মেয়র নির্বাচিত হন। নির্বাচনের পূর্বে দেয়া নির্বাচিত মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রতিশ্র“তি চলমান দু’বছর পূর্তি পর্যন্ত প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে হিসাব নিকাশ করছেন সাধারণ নাগরিকগণ।
বর্তমান পরিষদের দায়িদ্ব গ্রহণের পর থেকে দু’বছরের মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে পৌর আইডিয়াল স্কুল প্রতিষ্টা, একুশে বই মেলা, কর মেলা এবং বৃত্তি প্রদানে প্রতিষ্ঠানের ভূমি দাতাদের সম্মাননা দেয়ার বিষয়টি সংযোগ করেছেন। এছাড়া  প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নবীগঞ্জ ওসমানী সড়কের কিছু অংশ সংস্কার, ১২ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ, ডাকবাংলোর সামনের রাস্তা বর্ধিতকরণ, শহরের গুরুত্বপুর্ণস্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এদিকে পৌর নাগরিকদের দীর্ঘদিনের দাবী শহর যানজট মুক্ত করা। গেল দু’বছরের মধ্যে নবীগঞ্জ পৌরসভা এ ক্ষেত্রে কোন সফলতা দেখাতে পারেনি। এই যানজট এখন শহরবাসীর অভিশাপে পরিণত হয়েছে। মেইন রোডের উপর পরসা সাজিয়ে দিব্যি আরামে ব্যবসা চালিয়ে যাচ্ছে লোকজন। এতে কারো ভ্রুক্ষেপ নেই। বিশেষ করে আব্দুল মতিন স্কয়ার থেকে শেরপুর রোডের অবস্থা লক্ষণীয়। নাগরিক সমাজ এ থেকে উত্তরণ চায়। সার্বিকদিক বিবেচনায় বর্তমান পরিষদ নাগরিকদের মান উন্নয়নে আশানুরূপ ভূমিকা পালন করতে পারেননি বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজ। তবে বাকী ৩বছরে পৌর নাগরিক সেবার কতটুকু উন্নয়ন করতে পারবেন তা দেখার অপেক্ষায় পৌরবাসী।