Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রাম পুলিশদের বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি শেখ ইউনূছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংবাদিক এসএম সুরুজ আলী, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন-গ্রাম পুলিশ অত্যন্ত ঝুকিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু গ্রাম পুলিশ সদস্যকে মাসে মাত্র ৩ হাজার ও দফাদারদের ৩ হাজার ৪০০টাকা বেতন দেয়া হয়। ওই টাকা দিয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে মানববেতর জীবন যাপন করতে হচ্ছে। অথচ গ্রাম পুলিশ সদস্য এলাকার অপরাধমুক্ত রাখাসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তারা অবিলম্বে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বেতন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। পরে হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক মুনীষ চাকমার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল।