Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নতুন ভবন উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দেশের মানুষ প্রমান পেয়েছে আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করায় এ খাতে অনেক সাফল্য অর্জিত হয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয় পর্যাপ্ত শ্রেণী কক্ষ নির্মাণ করা হয়েছে। ক্লাশ রুমসমূহ শিশুবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্র-শিক্ষক অনুপাত কমিয়ে আনার লক্ষ্যে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ফলে ব্যাপক উন্নতি হয়েছে প্রাথমিক শিক্ষার।
শনিবার ৬৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রদান, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, উচ্চ শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধি, জেন্ডার সক্ষমতা, সৃজনশীল মেধা অন্বেষন, অবকাঠামোগত উন্নয়নসহ বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে শিক্ষা ক্ষেত্রে দিন দিন গুণগত পরিবর্তনের কারণে দেশে দক্ষ মানব সম্পদ তেরী হচ্ছে। তিনি বলেন, বিগত ৯ বছরে দেশের রাস্তাঘাট, ব্রীজ-কালভাট, স্কুল মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। এখন মানুষের ভাত কাপড়ের কষ্ট নেই, সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। দেশের মানুষ ইতোমধ্যে প্রমান পেয়েছে আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, বিশিষ্ট মুরুব্বী আবিদ উল্লাহ মাস্টার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুন নূর জাহির, শফিক মিয়া খান, যুবলীগ নেতা আব্দুস শহীদ, হাজী জজ মিয়া, কদ্দুছ মিয়া, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মনু চৌধুরী, মীর জালাল, শামীম আহমেদ, বিশিষ্ট মুরুব্বী হাজী শহীদ আলী, লিয়াকত মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, কাজল মিয়া, আলকাছ মিয়া, ইন্তাজ মিয়া, ডাঃ খালেক, যুবলীগ নেতা মাহমুদ খলিল, সাবেক মেম্বার লাল মিয়া, জবরু মিয়া, মাসুক চৌধুরী, সাবেক মেম্বার আজাদ মিয়া, সেলিম মিয়া তালুকদার, কৃষক লীগ নেতা ফরিদ মিয়া, ছাত্রলীগ নেতা রুহুল আমীন, খোকন গোপসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ৬৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলার কাজটি বাস্তবায়ন করেছে এলজিইডি।