Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক খুন বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট ॥ আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গভীর রাতে হামলা, ভাংচুর ও সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত: ১০ জন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব জাহিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের ইরফান আলী ওরপে কমলা মিয়ার সাথে বরকতপুর গ্রামের সিরাজুল হকগংদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা রয়েছে উভয় পক্ষে। বরকতপুর মৌজায় অবস্থিত সিরাজুল হকের বাড়ির সন্নিকটে ইরফান আলী ওরপে কমলা মিয়ার পৈত্রিক জায়গার মালিকানা দাবী করেন সিরাজুল হক। এনিয়ে বিরোধের সুত্রপাত ঘটে। প্রায় বছর তিনেক পূর্বে ওই জায়গায় একটি আধা পাকা ঘর ও বাড়ির সীমানা দেয়াল নির্মান করে ইরফান আলী ওরপে কমলা মিয়া বসবাস করে আসছেন। প্রায় এক বছর পূর্বে একদল ইরফান আলীর লক্ষাধিক টাকার মূল্যমান গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সিরাজুল হক গংদের বিরুদ্ধে মামলা করেন ইরফান আলী। এই বিরোধের জের ধরে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। আরফান আলী জানান-বরকতপুর গ্রামের সিরাজুল হক, তার ছেলে শাহিনুর রহমান, মিজানুর রহমান, কুহিনুর রহমানসহ কতিপয় ভাড়াটে এনে ঘুমন্ত ইরফান আলী ওরপে কমলা মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। লোকজনের চিৎকারে বাড়ি থেকে ছুটে আসে ইরফান আলীর ভাতিজা আলকাছ মিয়ার ছেলে রিপন মিয়া। এ সময় প্রতিপক্ষের লোকজন চাচার বাড়ি-ঘর ও সীমানা দেয়াল ভাংচুর করতে দেখে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ও ভাড়াটি সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় সংঘর্ষ বাধে। পরে আহত রিপন মিয়াকে মূমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনায় অন্যান্য আহতরা হলেন সাহিদ আলী (২৬),কনু বিবি (৭০)। অপর আহত কামরুল হোসেন (২০), সিরাজুল হক (৭৫) ও আজিজুল নেছা (৬৫)কে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকালে এএসপি নাজমুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মোঃ শাহাজানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।