Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন সড়ক উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন কাজল সড়ক উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী।
শনিবার দুপুরে উপজেলার কুর্শি ইউনিনয়নের ৪নং ওয়ার্ডস্থ এলাকায় তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ সড়কটির নামফলক উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। কোন ভাবেই মুক্তিযোদ্ধাদের ভুলা যাবে না। তারা আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। আমি জননেত্রী শেখ হাসিনা সরকারের একজন প্রতিনিধি হিসাবে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছি।
তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এডঃ দ্বিপেশ চন্দ্র দাশ, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, মোঃ হায়দার আলী, রথীন্দ্র কুমার দাশ, তাজ উদ্দীন, ইরেশ দাশ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোজাহিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, নিজামুল হক চৌধুরী রুমেল, গৌতম কুমার দাস, ভানু লাল দাস প্রমূখ।
পরে তিনি একই উপজেলার ১নং ইউনিয়নের লামা হলিমপুর মন্দিরে কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। তিনি এ মন্দিরে একটি সৌর বিদ্যুতের সোলার দেওয়ার কথা বলেছেন।