Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ির বনে অস্ত্রের সন্ধানে র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় র‌্যাব-৯ আবারো অস্ত্র উদ্ধারে নেমেছে। চুনারুঘাট থানার ওসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ত্র উদ্ধার হয়েছে কি-না তা তিনি জানেননা বলে জানান। তবে গোপন র‌্যাব গোয়েন্দা শাখার দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব-৯ এর সদস্যরা ২/৩ দিন ধরে সাতছড়ি এলাকায় অস্ত্রের সন্ধান চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে সাতছড়িতে র‌্যাব এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সনের ৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত র‌্যাব-৯ এর সদস্যরা সাতছড়িতে অভিযান চালিয়ে পাহাড়ের গহীন অরন্য ও ত্রিপরা পল্লীতে ৯টি ব্যাংকার আবিস্কার করে। ওই সব ব্যাংকারের ২টি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ছিল ১টি রকেট লঞ্চার, ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি ৭.৬২ মিলিমিটার মেশিন গান, ওই মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ১২.৭ মিলিমিটার গুলি ১৩শ’ ২০টি, ৭.৬২ মিলিমিটার গুলি ১১ হাজার ৬৬৭টি, ১৯টি ম্যাগজিন, ১৩টি এমজি এমনেশন বক্স, ৪০৪টি ওয়েল ক্যান, ২টি বেল্ট ও আগ্নেয়াস্ত্র পরিষ্কারক ল্যান্সিড ওয়েল, ৪৬ আইএসও ভিসকো সিটি গ্রেট। ১৯ জুন আনুষ্ঠানিক ভাবে অভিযান স্থগিত করা হয়। এর ২ মাস ১০ দিন পর ২৯ আগষ্ট র‌্যাব পুনরায় সাতছড়ি এলাকায় অভিযান শুরু করে। ২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন অভিযান চালিয়ে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি বেটাগান, ১টি সেভেন পয়েন্ট সিক্স টু অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্পাইনার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪শ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।