Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের চৌধুরীবাজার কাঁচামাল হাটায় ড্রেন দখল করে ব্যবসা ॥ পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ শহরের চৌধুরীবাজার এলাকার কাচাঁমাল হাটায় সরকারি ড্রেন দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে একদল ব্যবসায়ী। এতে বাজারের সাধারণ ব্যবসায়ি ও ক্রেতারা দূর্ভোগে পড়েছেন। ড্রেন দখল করার কারণে নিয়মিত তা পরিস্কার করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়িরা তাদের সবজির খোষাসহ যাবতীয় ময়লা আবর্জনা ড্রেনে ফেলছেন। যে কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তঘাটে পানি জমে রয়েছে। এতে করে একদিকে যেমন দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে, অন্যদিকে বাজারের আসা ক্রেতা ও বিক্রেতাদের সমূখিন হতে হচ্ছে বিভিন্ন সমস্যার। দেখলে মনে হবে এটি কোন বাজার নয়, কোন একটি ময়লার স্তুপ। এতে করে হারিয়ে যাচ্ছে চৌধুরী বাজার কাচামাল হাটার সৌন্দর্য। এ ব্যাপারে বাজার কমিটির লোকজন জানান, বার বার নিষেধ করার পরও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।