Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাকিব-রাবেয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সমাজ সেবক ড. রাকিব আলীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের কৃতিসন্তান নবীগঞ্জ পানিউমদা এলাকায় স্থাপিত রাকিব-রাবেয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ড. রাকিব আলী  টি ফর ফুড সিকিউরিটি তে পিএইচডি ডিগ্রি অর্জন ও কলেজের ২ যুগ পূর্তি উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল সকালে রাকিব রাবেয়া স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।
কলেজ অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তিত্ব ড. রাকিব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, ড. রাকিব আলীর কন্যা রেজিনা কাদির, স্কুল এন্ড কলেজের গভর্নিবডির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর শায়খুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ,শাহ আবুল খয়ের, সাবেক চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল এন্ড কলেজের শিক্ষক মিজানুর রহমান, ফখরুজ্জামান, সায়েদুল হক, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, মুশাহিদ মিয়া, রাহেলা খানম প্রমুখ।
সভার শুরুতেই অনুষ্ঠানটি উদ্বোধন করেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজের উদ্যোক্তা মোঃ ইজাজুর রহমান।
সভায় প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, অবহেলতি নবীগঞ্জ বাসীকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে আমি নিরলস পরিশ্রম করে যাব। তিনি বলেন, রাজনীতিকে প্রাধান্য না দিয়ে শিক্ষার মান উন্নয়নে যচেষ্ট থাকব। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ও প্রধান অতিথিকে স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ক্রেষ্ঠ প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষিক মোঃ নুরুজ্জামান।