Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শহীদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুস্থদের শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে কোরআন ও ইসলামী বই বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামে শহীদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে কোরআন ও ইসলামী বই বিতরণ করা হয়েছে। পরে শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসায় জুবায়দা খাতুন পাঠাগারের উদ্বোধন করা হয়। শহীদিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ¦ আব্দুল ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি হিফজুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, লন্ডন প্রবাসী মাওলানা মোঃ আব্দুল হালীম, আশরাফ আলী, সৌদি আরব প্রবাসী আব্দুল হাফিজ, মাওলানা আব্দুর রহিম, জামেয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, হাফেজ আলী আহমেদ, জামে মসজিদের ঈমাম মাওলানা কবির আহমদ, শিক্ষক মোঃ সুমন আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্টান শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল বারাকাত।