Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবগঠিত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলার শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান ও মত বিনিময় করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই শিশুদের মূলভিত্তি। তিনি সকল শিক্ষককে আন্তরিকভাবে শিশুদের শিক্ষাদানে কাজ করার আহ্বান জনান। বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা প্রদান করেছেন। এছাড়া ১ জানুয়ারিতে সকল ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া, মাল্টি মিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক বলেন, নবীগঞ্জের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল শিক্ষককে এগিয়ে আসতে হবে। তিনি প্রধান শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আমজাদ মিলন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবা রহমান, সহ-সভাপতি মোঃ গোলাম আহমেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি সুজিত চন্দ্র দাশ, সহ-সভাপতি শিরীন ফাতেমা, সহ-সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুবিনয় পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুম্মানা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুকৃতি রানী দাশ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল আজাদ, দপ্তর সম্পাদক সমীর হালদার, সহঃদপ্তর সম্পাদক বিজয় কৃষ্ণ দাশ, অর্থ বিষয়ক সম্পাদক বিধূ ভূষণ দাশ, সহঃঅর্থ বিষয়ক সম্পাদক গৌতম দে রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রানা চন্দ্র দাশ, মিডিয়া ও প্রচার সম্পাদক সজল চন্দ্র দাশ, সহঃমিডিয়া ও প্রচার সম্পাদক সজল চন্দ্র দাশ, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম, কো-অপ্ট সদস্য আব্দুল আহাদ, আজিজুর রহমান চৌধুরী, মহিতোষ দাশ তালুকদার, ঝর্ণা রানী তালুকদার, সবিতা রায়, মোছাঃ আনোয়ারা বেগম।