Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর ডিগ্রী কলেজ নামকরণের দাবিতে শিক্ষার্থীর স্বারকলিপি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকার কর্তৃক সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম বাতিল হওয়ায় মাধবপুর ডিগ্রী কলেজ নাম করণ করার দাবিতে স্বারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের ¯œাতক ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল আলম সাকিব, সাইফুল ইসলাম শাহীনসহ শিক্ষার্থীরা হবিগঞ্জের জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি সুষমা চাকমার হাতে এ স্বারকলিপি তুলে দেন। স্বারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মাধবপুরের ভবিষ্যৎ প্রজম্মের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে এলাকার মুরব্বীরা ১৯৮৬ সালে মাধবপুর মহাবিদ্যালয় নামে এ কলেজটি প্রতিষ্টা করেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরই আর্থিক দৈন্যতার কারনে এ কলেজটি বন্ধ হওয়ার উপক্রম হয়। এমতাবস্থায় এলাকার সর্বস্থরের জনসাধারন এ কলেজটি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম সৈয়দ সঈদ উদ্দিন এর পরিবারের সদস্যদের উপর। এ পরিবার কলেজের দায়িত্ব নেয়ার পর পর্যায়ক্রমে কলেজের অবকাঠামো তৈরীসহ ডিগ্রী ও অনার্স খোলা হয়। যা হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করেছেন। বিগত বছর অনার্স ভবন তৈরী করার জন্য ওই পরিবারের সদস্য শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ১ কোটি টাকা অনুদান প্রদান করেন। সম্প্রীতি সরকার কর্তৃক ওই কলেজের নাম বাতিল হওয়ায় পূর্বের নাম মাধবপুর ডিগ্রী কলেজ নাম করণের জোর দাবি জানান।