Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর বহিষ্কৃত শিক্ষক হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠছে শিক্ষক-শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের বহি®কৃত শিক্ষক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অশ্লীল লেখা পোষ্ট করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক হাবিবুর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এক পর্যায়ে বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমানের কুশপুত্তালিকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
আন্দোলনকারীরা জানান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের সম্পর্কে অশালীন কথাবার্তা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে তাকে স্কুল থেকে ২৫ জুলাই ২০১৭ সালে বহিস্কার করা হয়। এরপর থেকে শিক্ষক হাবিব ফেইসবুকে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকা এমনকি শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট করতে থাকেন। ফেইসবুকে এ ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট দেখে স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি  সোমবার দুপুর ২টায় স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের সাথে দেখা করে ঐ বহিস্কৃত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র শরিফ, লুৎফুর রহমান, মাসুক, শেখ মোঃ জামাল, শাহীন, সামছুদ্দিন সানি, শাহ রনি, বিলাল, সাহাব উদ্দিন, জালাল, মিজান, রাজিব, তুষার, মাহদি হাসান, শিপলু, মোজাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম মুমিন, মাহী মুনতাসির প্রমুখ।