Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে মোফাজ্জল হত্যার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে মোফাজ্জল (২০) হত্যাকান্ডের আসামী মোশারফ (৩৫) কে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। আটককৃত মোশারফ আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ (বড়হাটি) গ্রামের উস্তার মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারী মোফাজ্জল হত্যায় আজমিরীগঞ্জ থানায় নিহতের পিতা মস্তরা মিয়া ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২৯ জানুয়ারী রাত ১০টার দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় বিশ্বনাথ থানাধীন কালিগঞ্জ বাজার হইতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারী বিকাল ৫টার দিকে  মোফাজ্জলের বাড়ির পূর্ব পার্শ্বের বিছরায় মোফাজ্জল মোশারফ ও আসামী পক্ষদ্বয়ের মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করিয়া কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী হাদিস মিয়ার নির্দেশে এজাহারনামীয় অন্যান্য আসামীগন মোফাজ্জলের এর উপর দেশীয় অস্ত্রাদি দিয়ে আক্রমন করে এসময় গুরুতর আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ২৫ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় সে মারা যায়। এ ঘটনায় মোফাজ্জলের পিতা মন্তুরা মিয়া বাদি হয়ে মামলা দায়ের করে। মামলার অপর আসামীরা হল হাদিস মিয়া (৪২), জুগল মিয়া (২৬), আনারুল মিয়া (২৭), টিটন মিয়া (৩৩), জসিম মিয়া (২২), সুমারুক মিয়া (৩৩), তবারক মিয়া (২৩), উস্তার মিয়া (৬০), সাগর মিয়া (১৯), আঙ্গুরা বেগম (৩৫)। শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমান বলেন পুলিশ অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।