Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে সাধারণের ভোগান্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর ডাকে সরকারী কোষাগার থেকে বেতন, ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের দাবীতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৩দিন ব্যাপী কর্ম-বিরতির ৩য় দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এর কারণে পৌরসভার নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে নাগরিক সুবিধা বঞ্চিত হয়েছেন। বিশেষ করে সড়কে বাতি বন্ধ থাকায় ও ময়লা আবর্জনার স্তুপ থাকার কারনে বাজারে দুর্গন্ধ ছড়িয়েছে। কর্মসূচির শেষ দিনে সমাপ্তি সভায় নবীগঞ্জ পৌরসভার এসোসিয়েশনের সভাপতি মোঃ শেখ শহিদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর সচিব মোঃ আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, অফিস সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী আবু মুসা প্রমুখ। কর্মবিরতি চলাকালে মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালামসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত হয়ে তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন।