Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিন ব্যাপী কর্মবিরতি চলছে ॥ চরম ভোগান্তির শিকার পৌর নাগরিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন এর ডাকে সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তির দাবীতে ৩ দিন ব্যাপী কর্মবিরতির ২য় দিনে গতকাল সোমবার কোন কাজকর্ম করেন নি নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। ফলে পৌরসভা থেকে প্রাপ্ত সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন নাগরিক সমাজ। এছাড়া শহরে সড়ক বাতি বন্ধ থাকায় শহরে ভুতড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। ময়লা আর্বজনার স্তুপ পড়ে রয়েছে যত্রতত্র স্থানে। গত ২৮ জানুয়ারী সকাল ৬ থেকে ৩০ জানুয়ারী সন্ধা ৬ টা পর্যন্ত ৩ দিন ব্যাপী উক্ত কর্মসুচী চলবে। গতকাল ২য় দিনে এসোসিয়েশন নবীগঞ্জ পৌরসভার সভাপতি উপ সহকারী প্রকৌশলী শহীদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তী, কার্য সহকারী মোঃ আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ প্রমূখ। এছাড়া কর্মবিরতি চলাকালে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ তাদের কর্মসুচীতে সংহতি প্রকাশ করেছেন। উল্লেখ্য, পৌর কর্মকর্তা-কর্মচারীদের চলমান কর্মবিরতির ফলে পৌর নাগরিকগণ তাদের দৈন্যদিন প্রয়োজনীয় সেবা নিতে পারেন নি। দু’দিন ধরে জ¦ালানো হয়নি সড়ক বাতি, পরিস্কার পরিছন্নতা বন্ধ থাকায় শহরের অলিগলিতে ময়লা আর্বজনার স্তুপ জমে থাকতে দেখা গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌর নাগরিকবৃন্দ।