Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৭২ ঘন্টার কর্মবিরতি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে তিনব্যাপী কর্মবিরতি দ্বিতীয় দিন পালন করা হয়েছে। সরাদেশের ন্যায় কেন্দ্রয় কর্মসুচী অনুযায়ী গতকাল সোমবার চুনারুঘাট পৌরসভার কার্যালয়ে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন। এ কর্মবিরতি পালনকালে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের শান্তনা করেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চুনারুঘাট শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মিয়ার পরিচালনায় কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী কাজী আবু ওবায়েদ, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী লাকী আক্তার, সচিব মোঃ মোবারক হোসেন, সহকারী কর আদায়কারী মোঃ ছিদ্দিক আলী, লাইসেন্স পরিদর্শন বিউটি রানী দেব, টিকাদানকারী মোঃ জামাল উদ্দিন ও মোছাঃ নাজমা আক্তার, এমএলএসএস মোঃ ইকবাল মিয়া, মোঃ রাসেল উদ্দিন ও মোঃ বাবুল মিয়া, নৈশ্য প্রহরী মোঃ আঃ রহিম (জসিম), অস্থায়ী কর্মচারী নাজমুল ইসলাম, রাজেশ ঘোষ, শাহিদা আক্তার লাকী, তারা মিয়া, বিভাষ দত্ত, জামাল মিয়া, সুবল চন্দ্র চন্দ, মোঃ আঃ রাজ্জাক, হেলেনা আক্তার ও শিউলী দেব। বক্তরা জানিয়েছেন, তাদের এই দাবিগুলো যত দিন পর্যন্ত কার্যকর না হয় এ কর্মবিরতি চলবে।