Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবলীগের বর্ধিত সভা-প্রচার মিছিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। সিনিয়র যুগ্ম আহবআয়ক শাহ গোল আহমেদ কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নির্বাহী কমিটির সদস্য মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান, জাকির হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জাহেদ চৌধুরী, যুবলীগ নেতা দুলাল চৌধুরী, হুমায়ূন চৌধুরী, রুহেল আহমেদ, এখলাছুর রহমান খান, মুহিত মিয়া, জমসেদ আলী, আবুল হোসেন, শামীম আহমদ, মহিবুর রহমান, শাহ্ সুমন, শাহ্ রিয়াজ নাদির সুমন, আলমগীর হোসেন, নূর উদ্দিন, ফারুক হোসেন, আব্দুল কদ্দুছ সাগর, নেছার আহমেদ জগলু, আবু সাঈদ, আব্দুল হামিদ নিকসন, নুরুল হক, আল-আমিন, ছালিক মিয়া, ফখরুল ইসলাম, তৈয়বুর রহমান, জুয়েল মিয়া, হোসাইন আহমেদ, তোফাজ্জল হোসেন, গোপী দাশ, সঞ্জয় দাশ, জাহিদুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি সাড়া শহর প্রদিক্ষণ করে নতুন বাজার মোড়ে গিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সিলেটের জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার আহ্বান জানান। সভায় যুবলীগের নেতৃবৃন্দের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিন্দা জানান। অন্যথায় যুবলীগের নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।