Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নুরপুর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের ভূমি দান করলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম

হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নুরপুর ইউনিয়ন পরিষদের জন্য জমি দান করেছেন সুরাবই গ্রামের বিশিষ্ট বিশিষ্ট  সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম (ইনছান)। গতকাল রবিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য ৩৬ শতক জায়গা দানের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, পরিষদের সদস্য যথাক্রমে শেখ তানভীর আহমেদ শফিক, ফারুক মিয়া, আছকির মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ শাহাজাহান মিয়া জিতু, ওয়াহিদুর রহমান দুদু, নুরুল ইসলাম এংরাজ, আব্দুল হাসিম জারুন ও আবু বক্কর সিদ্দিক, মহিলা মেম্বার পান্না ইসহাক, কামরুন্নাহার মালেক, মোছাঃ রাবিয়া বেগম, নূরপুর ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আমীর উল্লাহ, আলহাজ্ব হাজী মুক্তার হোসেন, সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, হাজী আশরাফ উদ্দিন জিতু, শাহজাহান তালুকদার, জিএম ইকবাল, হামিদ খান, আলহাজ্ব ইদ্রিস মাস্টার, কবির মিয়া, আলহাজ্ব আব্দুল ওয়াহাব, আইয়ুব আলী সরদার, করিম সরদার, হাজী তারা মিয়া, সমুজ আলী মেম্বার, হাজী আজদু মিয়া, সামছুল হক, সারাজ মিয়া, জলফু মিয়া, ইসহাক আলী সেবন, কামাল মিয়া, কামরুল হাসান রাসেল, দুলহাস মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর পরামর্শে তিনি এই ভূমি প্রদানের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি