Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মদিনা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

॥স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মদিনা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ নামে যুগোপযোগি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শহরের ডাকঘর এলাকায় মনোরম পরিবেশে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অভিভাবকসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের বিপুল সংখ্যক অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে এ বিদ্যাপীঠটি তার যাত্রা শুরু করেছে। দৃষ্টি নন্দন সাজসজ্জার মাধ্যমে এ প্রতিষ্ঠান শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জের শিক্ষানুরাগী সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরসহ অতিথিবৃন্দ যখন বিদ্যালয় প্রাঙ্গনে এসে পৌছেন তখন ক্ষুদে ক্যাডেট শিক্ষার্থীরা সামরিক কায়দায় তাকে অভিবাদন জানিয়ে তাকে অভ্যর্থনা জানায়। তখন তিনিসহ অতিথিবৃন্দ শিশুদের সাথে আনন্দে শরীক হন। এ সময় সংসদ সদস্য মোঃ আবু জাহির ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মদিনা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশের প্রথিতযশা ক্যাডেট শিক্ষক জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সাথে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের (অবঃ) উপাধ্যক্ষ মুহম্মদ আব্দুজ জাহের এ প্রতিষ্ঠানের উপধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। প্রশিক্ষিত একদল শিক্ষক-শিক্ষিকার পাঠদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঘিরে অভিভাবকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এ প্রতিষ্ঠানের ক্লাসে শিশুরা আনন্দমুখর হয়ে উঠেছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, এ বিদ্যালয় শিশুদের যুগোপযোগি শিক্ষা প্রদানে সচেষ্ট হবে বলে আমি আশা প্রকাশ করছি। তিনি শিশুদের মা-বাবাকে আরো যতœশীল হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্ম বিনির্মাণে এ শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এ প্রতিষ্ঠানে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য তিনি ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এখলাছুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, প্রফেসর মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম ও বুল্লা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহম্মদ আব্দুজ জাহের। আলোচনা শেষে শিশুদের জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মদিনা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জানান, শ্রেণী কক্ষ থেকে শুরু করে বিদ্যালয়ের আঙ্গিনা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তিনি আরো জানান, ইন্টারনেটের মাধ্যমে অভিভাবকরা বাসায় বসে তার শিশু বিদ্যালয়ে কি করছে তা দেখতে পারবেন।