Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ সহোদর গ্রেফতার

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চাঁদাবাজি মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের সফিক উল্লা হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং চাদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও প্রতারণা মামলার আসামী লেবু আহমেদ জেবু (৩৫) ও তার ভাই জিতু মিয়া (৩৭)। শুক্রবার দিবাগত গভীর রাতে গুমগুমিয়া গ্রামে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার সকালে লেবু আহমেদ জেবু ও তার ভাই জিতু মিয়াসহ প্রায় ১৫/২০ জন লোক একই গ্রামের আব্দুল ওয়াহাবের ৬০ শতক জায়গায় রোপন করা ইরিবোরো ধান ক্ষতি করে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। এসময় লেবু আহমেদ জেবু ও তার ভাই আব্দুল ওয়াহাবের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় আব্দুল ওয়াহাব গংরা প্রতিবাদ করলে তাদের মারধর ও  প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে তারা। এ ঘটনায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে নবীগঞ্জ থানায় চাঁদাবাজি, ক্ষতি সাধন  ও হত্যার হুমকি অপরাধে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লেবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।