Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ইউএনও পুলক কান্তি’র শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অব হিউম্যানিটি, সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ছবি অবমাননা করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ আহ্বায়ক বাবলু রায়ের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফায়েল ভূইয়া ও মমিনুরর রহমান সজীবের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সহ-সভাপতি সজল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ-সম্পাদক ফারুক মিয়া। আরো বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহ্বায়ক আশিফুল নবী রনি, জলসুখা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাহুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য শাহআলম, কাকাইলছেও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া, সদস্য নারায়ন সরকার, উপজেলা যুবলীগের সদস্য আক্তার হোসেন, কবির মিয়া, জাহাঙ্গির মিয়া, বদলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অরুন কুমার তালুকদার, শিবপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, নাজু মিয়া, আরজান মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু, সেবায়িত প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান কবির, নিরঞ্জন বৈদ্য, আমিনুর মিয়া, শ্যামল মিয়া, তাপস খান, লাউছ মিয়া, প্রসেনজিত রায়, আব্দুর রহমান, ডাক্তার সেবুল মিয়া, রায়হান হোসেন, কিবরিয়া চৌধুরী, আসাদ মিয়া মেম্বার, মোশাহিদ মেম্বার, মোশাহিদ আহমেদ টেনু, মোশাহিদ মিয়া, মনোরঞ্জন দাস, ছাফায়েত জামান শাম্মি, মোশাররফ হোসেন, জামির হোসেন, ছাইদ আহমেদ আদনান, সেলিম মিয়া, জানে আলম নাইরু জয়দীপ রায় জনি, সমীর রায়, মনোজিত রায়, নানু মিয়া, মন্টু মিয়া, রুবেল মিয়া, জুনায়েদ মিয়া, জামাল মিয়া, ইমরান মিয়া, প্রনব কুমার সরকার, রুহান মিয়া, শাহেদ মিয়া, দিলু মিয়া, নজরুল ইসলাম, রনজিত কান্তি রায়, মহল্লাল শীল, ইসলাম উদ্দিন, মাহমুদুল হাসান, সুজাত মিয়া, আব্দুল হেকিম  প্রমুখ।
বক্তারা অবিলম্বে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর শাস্তি ও অপসারণ দাবি করেছেন। একইসাথে যুবলীগ আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীবসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত যুবলীগ নেতা উকেদ মিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। যদি দাবি মানা না হয় তাহলে আজমিরীগঞ্জ আওয়ামী পরিবারের পক্ষ থেকে শীঘ্রই কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।