Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ২১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন হবিগঞ্জ নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার সাথে সাথেই মাইকিং প্রচারণায় সরব উপজেলার জনপদ। চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন-মহাজোট থেকে হবিগঞ্জ জেলা আলমগীর চৌধুরী পেয়েছেন (দোয়াত কলম), বিএনপি ও ১৯ দল সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান সেফু (চিংড়ি মাছ), আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোহী অধ্যাপক মুজিবুর রহমান (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই আনারস, আব্দুস শহীদ (সাহিদ মিয়া) (কাপ-পিরিচ), মাসুদ আহমদ জিহাদী (মটর সাইকেল), মিজানুর রহমান শামীম (হেলিকপ্টার), লন্ডন প্রবাসী মঈনুল আমীন বুলবুল (ফেজ টুপি)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আক্তার হোসেন ছুবা পেয়েছেন (বই), জামায়াত প্রার্থী মাওঃ আশরাফ আলী (টিউবওয়েল), খেলাফতের মাওঃ শাহ আলম (উড়োজাহাজ), স্বতন্ত্র প্রার্থী শাহ গোলাম মোর্শেদ (জাহাজ), মোঃ রফিক মিয়া (বৈদ্যুতিক বাল্ব), শাহ কামাল আহমেদ (টিয়া পাখি), রায়েছ চৌধুরী (মাইক) ও বশির আহমদ চৌধুরী পেয়েছেন (চশমা প্রতীক), রঞ্জু দেব (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত দিলারা হোসেন (ফুটবল), আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার (কলস) এবং স্বতন্ত্র প্রার্থী নাজমা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন।
২৩ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। মনোনয়ন দাখিল শেষে দুইজোটের প্রচারণায় সরব হয়ে উঠেছে উপজেলার জনপদ। ¯’ানীয় উপজেলা পরিষদ নির্বাচনকে ১৯ দলীয় জোট এবং মহাজোটের শীর্ষ নেতারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বিদ্রোহ দমনে চিন্তিত রয়েছে দুইজোট।