Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কৃষক আবুল হত্যা মামলা ॥ পিতা-পুত্র-কন্যা ও ভাইসহ ৭ আসামীকে ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কৃষক আবুল মিয়া (৫৫) হত্যা মামলায় পিতা-পুত্র-কন্যা ও ভাইসহ ৭ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর আদালত মাফরুজা পারভিন এ আদেশ দেন। নিহত আবুল মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের আফতাব মিয়ার পুত্র।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মৃত আরফান আলীর ছেলে মর্তুজ আলী, মর্তুজ আলীর ৩ ছেলে ফয়সল মিয়া, ফজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম, ভাই বসির মিয়া ও পার্শ্ববর্তী রঘু দাউদপুর গ্রামের আফসর আলীর ছেলে সুন্দর মিয়া।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে মর্তুজ আলীসহ তার লোকজন আবুল মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতেই নিহত আবুল মিয়ার ভাই সাদিক মিয়া বাদী হয়ে মর্তুজ আলীকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভিযুক্ত মর্তুজ আলীর স্ত্রী চম্পা বেগমকে বাদ দিয়ে ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করা হয়।
মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য নেয়া হয়। পরবর্তীতে যুক্তি-তর্ক ও শুনানী শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে কোন আসামী উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবার।