Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাণিজ্য মেলাসহ পৃথক অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ॥ একই অভিযোগে আইয়ুব আলী রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাণিজ্য মেলাসহ শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোট জরিমানার পরিমাণ ৯হাজার টাকা। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। যে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে হবিগঞ্জ কুটির শিল্প ও বাণিজ্যমেলায় মিষ্টি কিং অ্যান্ড কোং এ মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ১ হাজার, একই অভিযোগে পুরাতন পৌরসভা এলাকার আইয়ুব আলী রেস্টুরেন্টকে ২ হাজার, বেবিস্ট্যান্ড রোড এলাকার পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং মেসার্স সনদ ফার্মেসিকে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।