Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নিহত সদস্যদের মাঝে মৃত্যু দাবির নগদ টাকা প্রদান ॥ পুলিশ সুপারকে সংবর্ধনা ও সাধারণ সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিহত সদস্যদের মাঝে মৃত্যু দাবির নগদ টাকা প্রদান ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা রাষ্ট্রপতি পদক পাওয়াকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপুার বিধান ত্রিপুরা পিপিএম। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, জেলা মোটর মালিক গ্র“ফের সেক্রেটারী শঙ্খ শুভ্র রায়, দিগন্ত পরিবহনের ব্যবস্থাপক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন, মোটর মালিক গ্র“পের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, শ্রমিক নেতা ইয়াউর রহমান, সাইদুর রহমান, দিয়ারিম মিয়া, আব্দুল হাকিম, আজিজুর রহমান, উজ্জল মিয়া, ছায়েদ মিয়া, কিম্মত আলী শাহে মিয়া, আলী হোসেন, বেলাল মিয়া, ফুলজান মিয়া, ইয়াউর মিয়া (নবীগঞ্জ), হরি দাশ, বচন মিয়া  প্রমূখ। অনুষ্ঠানে ১৬ জন নিহত শ্রমিকের পরিবারের মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপারকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।  শেষে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। সভা পরিচালনায় করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী।
সভায় অক্টোবর ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সংগঠনের আয় ব্যয় পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে-অনুমোদন করা হয় এবং এপ্রিলের ১ম সপ্তাহে নির্বাচন সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমানকে মনোনীত করা হয়। কমিটির সদস্যরা হলেন হবিগঞ্জ জেকে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী ইদ্রিছ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া।