Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাতে নাতে চোর ধরলেন বাউসা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আবুল বশর (২৮) নামের এক চোরকে হাতে নাতে ধরলেন নবীগঞ্জের বাউসা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু। গতকাল বিকাল ৫টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আবুল বশর পালিয়ে বেড়াচ্ছিলো। উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ৩টি বাড়ীতে একই রাতে চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গ্রামের হাফিজ জসীম উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২৫ ফেব্র“য়ারী ওই ৩টি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। পাইকপাড়া গ্রামের জসীম উদ্দিনের ঘর ছাড়াও মামদ মিয়া ও আব্দুল বাছিত আবু’র ঘরে চুরি সংঘটিত হয়। আব্দুল বাছিত আবু’র ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অর্ধ ভড়ি স্বর্ণ, ৫টি মোবাইলসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় আবুল বশর। এছাড়া সে একই রাত্রে হাফিজ জসীম উদ্দিনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। মামদ মিয়ার ৩০ হাজার টাকা মূল্যের একটি ষাড় চুরি করে আবুল বশর। এর পর থেকেই সে লাপাত্তা। ইতিপূর্বে সে পাইকপাড়া গ্রামের মনফর খাঁ ও রমাই খাঁর ঘর চুরি করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এদিকে কয়েকটি চুরির ঘটনায় আবুল বশরের জড়িত থাকায় গ্রামবাসী স্বোচ্ছার হয়ে উঠেন। ফলে সে গা ঢাকা দেয়। গতকাল নবীগঞ্জ শহরের শেরপুর রোডে তাকে পেয়ে যান বাউসা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু। মুহুর্তেই তিনি তাকে ঝাপটে ধরেন। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। আবুল বশর চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কারণে ইতিপূর্বে বেশ কয়েকবার জেল হাজত বাস করেছে। তার বাড়ী বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামে।