Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে উন্মুক্ত শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের আরডি হলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। বৃহত্তর সিলেট বিভাগের চারটি জেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে আগামী ২৫ তারিখ জেলা কাউন্সিলকে সামনে রেখে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শহরের বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৪টি ইভেন্টে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় ৭০জন প্রতিযোগী অংশগ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার আহ্বায়ক সিদ্ধার্থ বিশ্বাস। সংগঠনের সদস্য সচিব মোঃ আবুল ফজলের পরিচালনায় আলোচনার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক।
সভায় বিশেষ অতিথি ছিলেন চারুকলার সাবেক অধ্যক্ষ শিল্পী আলাউদ্দিন আহমদ, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ ও মোজাম্মেল হক বাবুল। আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন রাসেল ও আয়োজক সংগঠনের সদর উপজেলা কমিটির আহ্বায়ক সুবির কান্তি রায়। অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন সমীর চন্দ্র দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন চিত্রশিল্পী অসীম দাশ, আশীষ আচার্য্য, বিল্লাল আহমেদ, গৌতম দাস সুমন ও জন খন্দকার।