Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর আনসার-বিডিপি কর্মকর্তা ফাতেমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ ফাতেমা বেগমের বিরুদ্বে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্বে পরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্চ বরাবরে বিভিন্ন ইউনিয়ন আনসার ও বিডিপি দলনেত্রী সহ ১৮ জন লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ফাতেমা বেগম বিডিপি প্রশিক্ষনের জন্য জনপ্রতি ১০ হাজার, আনসার প্রশিক্ষনের জন্য জনপ্রতি ৭০ হাজার টাকা করে উৎকুচ গ্রহন করেন। যারা তাকে উক্ত পরিমান টাকা পরিশোধ করেনি তারা প্রশিক্ষন বঞ্চিত থাকতে হয়। শারদীয় দূর্গাপুজায় প্রশিক্ষন প্রাপ্ত আনসার বিডিপি সদস্য থাকা সত্বেও তাদের নিয়োগ না দিয়ে টাকার বিনিময়ে প্রশিক্ষন বিহীন লোকদের নিয়োগ দেয়া হয় এবং ভাতা প্রদানের সময় গ্র“প প্রতি ২ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। তাছাড়াও দলনেতা-দলনেত্রীদের সম্মানী ভাতার চাহিদা পত্র প্রেরনের সময় জনপ্রতি ৫শ টাকা দিতে হয় তাকে। অভিযোগকারীরা ক্ষোভের সাথে জানান এত অনিয়মের মধ্যে লিখিত অভিযোগের পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন তদন্ত বা ব্যবস্থা গ্রহন করেনি।