Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় ইউএনও-কে লাঞ্ছিকারীদের গ্রেফতার ও বহিস্কারের দাবি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সভায় ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনার সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি ও দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের আয়োজনে এক সভা অনুষ্টিত হয়। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তৈয়বুর রহমান খাঁন বাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ আলী।
সভায় বক্তারা গত শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা অনুষ্টানে দলীয় ব্যানার টানানো নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান সজিবের নেতৃত্বে একদল যুবক উপজেলা নির্বাহী অফিসার পুলক কান্তি চক্রবর্তীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে একমত পোষন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি দেশের যে কোন প্রান্তেই থাকি না কেন! অপরাধীদের শাস্তি পেতেই হবে।