Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ হবিগঞ্জে উদ্বোধন হচ্ছে কৃষি-শিল্প ও বাণিজ্য মেলা

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার হবিগঞ্জে উদ্বোধন হচ্ছে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। শহরের নিউফিল্ডে অনুষ্ঠিত এ মেলাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সার্বক্ষণিক সিসি ক্যামেরার পর্যবেক্ষণে থাকবে।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ নিউফিল্ডে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে সার্বক্ষনিক মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। এছাড়াও আইন-শৃংখলা বাহিনী, আনসার, স্বেচ্ছাসেবকরা মেলার নিরাপত্তা ও মনোরম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কাজ করবে। যেন নারী-পুরুষ সবাই স্ব-বান্ধবে মনোরম পরিবেশে মেলার আনন্দ উপভোগ করতে পারেন। ইতোমধ্যে মেলায় নানা রকম পণ্যের শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের জন্য সার্কাসসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও থাকবে এ মেলায়।
এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ।
সাংবাদিক সম্মেলনে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধর, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, এন এম ফজলে রাব্বি রাসেল, মোঃ জয়নাল আবেদীন, সিদ্ধার্থ শংকর রায় (পিনাক) ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপনসহ কর্মকর্তা কর্মচারীরা তখন উপস্থিত ছিলেন।