Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ঝাকজমকপূর্ণভাবে সমাপ্ত হলো উন্নয়ন মেলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নানা আয়োজন এবং ঝাকজমকপূর্ণভাবে গতকাল শনিবার বিকেলে সমাপ্ত হলো নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক ৩দিন ব্যাপী নবীগঞ্জে উন্নয়ন মেলা। উক্ত মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ ৪২টি স্টলকে নানা রংয়ে সাজাঁনো হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রর্দশিত হয় মেলায়। তাৎক্ষনিক ভাবে দর্শনার্থীদের বিভিন্ন সেবা প্রদান করে মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন দপ্তর। ৩দিন ব্যাপী অনুষ্টিত মেলার ৪২টি স্টলের মধ্যে ১ম সর্বোচ্চ সেবা দিয়ে ১ম স্থান অর্জন করে পল্লী বিদ্যুৎ এর নবীগঞ্জ জোনাল অফিস, ২য় স্থান অর্জন করে প্রকৌশলীর কার্যালয়, ৩য় স্থান নবীগঞ্জ পৌর পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান এর তত্ত্বাবধানে ৩ দিন ব্যাপী এ উন্নয়ন মেলাটি ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে, উন্নয়ন মেলা সমাপনী উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউপ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন খাঁন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ। সমাপনী সভায় কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও মেলায় অংশগ্রহনকারী স্টলের সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।