Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাচামাল বাজারের ভিতরে আরসিসি রাস্তা নির্মাণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কাচামাল বাজারের ভিতরে আরসিসি রাস্তা নির্মাণের কাজ শুরু করছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তাগুলো নির্মিত হচ্ছে। কাচামাল বাজারের ভিতর খোয়াই ব্রীজ এপ্রোচ রোড থেকে জামে মসজিদ পর্যন্ত একটি রাস্তা এবং খোয়াই ব্রীজ এপ্রোচ রোড কাচামাল বাজার মাছ হাটা পর্যন্ত আরেকটি আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। শনিবার দুপুুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করতে কাচামাল বাজারে যান। তিনি কাজ শুরুর মহুুর্তে সিডিউল অনুযায়ী মাপজোক সঠিক করতে প্রকৌশলবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দদের সাথে নিয়ে পুরো প্রকল্প এলাকা পর্যবেক্ষন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আবুল হাসিম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। মেয়র আলহাজ্ব জি কে গউছ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার জন্য কাচামাল বাজারের অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে সড়িয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে মেয়র নাতিরাবাদ হতে স্লুইস গেইট পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার নির্মাণাধীন বড় ড্রেনের কাজ পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলে পুরাতন খোয়াই নদী ও তার আশপাশের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে মনে করছেন ভূক্তভোগী মহল।