Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে মৌলভীবাজারে মানবাধিকার বিষয়ক সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভা গত শুক্রবার বিকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন লছমী ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্থার হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এডঃ মোঃ সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সংগঠনের দপ্তর সম্পাদক মীর এ কে এম গোলাম রাব্বানী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রকিব চৌধুরী, লছমী জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুস সবুর, আলী আজম চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, রাসেদ আহম্মদ, শিক্ষিকা শিল্পী বেগম, কলেজ ছাত্রী নীশা বেগম, সাহেদা চৌধুরী, জালাল মিয়া, মহরম আলী, আদর মিয়া ও সাহেদ উল্লা সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তাগণ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণকে তাদের ন্যায্য ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা, মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন কার্যক্রমকে গতিশীল ও বেগবান করে তোলার মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, শিশু পাচার, এসিড, সহিংসতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ সব ধরণের অপরাধ চিরতরে নির্মূল করার মাধ্যমে একটি সুখী সুন্দর সমৃদ্ধ সমাজ গঠন এবং দেশ ও জাতির কল্যাণে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার জন্য সর্বস্তরের সচেতন জনগণের প্রতি আহবান জানান।
সভায় ছাত্র, শিক্ষক, যুবক, ব্যবসায়ী, সমাজসেবী, মহিলা, কৃষক, শ্রমিক, চাকুরীজীবি সহ এলাকার বিপুল সংখ্যাক লোক উপস্থিত ছিলেন।