Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সারাদেশে সমান দামে ইন্টারনেট সুবিধা দিতে চাই-মোস্তফা জব্বার

এক্সপ্রেস ডেস্ক ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সারাদেশে ইন্টারনেটের মূল্য এক হওয়া উচিত। দেশের সকল নাগরিক যাতে এক দামে ইন্টারনেট সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করতে চাই। শুক্রবার আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এগিয়ে যাওয়ার আরো চার বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাওয়াই এখন আমার চ্যালেঞ্জ। একইসাথে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করাও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি খাতের রফতানি ২৬ মিলিয়ন ডলার থেকে গত বছর ৮০০ মিলিয়ন ডলার হয়েছে। ২০১৮ সালে তা ১ বিলিয়ন ডলারে পৌছাবে। এবং আগামী ২০২১ সালে এ রফতানি ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।