Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আশুতোষ দাসের উপর হামলাকারীদের বিচারের দাবীতে হবিগঞ্জ শহরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহি শ্যামবাউল আখড়ার সেবায়েত শ্রী আশুতোষ দাস মহন্ত মহারাজ্জীর উপর হামলাকারীদের বিচারের দাবীতে বক্তবৃন্দ ও শুভাধ্যয়ীদের উদ্যোগে এক মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক ও প্রাচীনতম আখড়ার ভূমি দখল করার জন্য মূলত দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল নানা অজুহাতে আখড়ার সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। তাকে নিঃশ্ব করে দিতে পাড়লেই ভূমি দখল করতে আর বাধা থাকবেনা বলেই এই হামলার মূল উদ্দেশ্য। তারা এখন নিরাপত্তাহীনতায় ভোগছে এবং মামলা তুলে নেয়ার জন্য পরিবারকে ভয় ভীতি দেখাচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শঙ্ক শুভ্র রায়, অধ্যক্ষ পার্থ প্রীতম দাস, ইসকন অধ্য উদয় গৌর দাস বহ্মচারী, ঢাকার আখড়ার সেবায়েত শ্রী সাধন দাস গোস্বামী, চেয়ারম্যান আব্দুল আহাদ, হিরাজ মিয়া, রোটারিয়ান মিজানুর রহমান মিজান, নলিনী কান্ত রায় নীরু, এডভোকেট সুধাংশু সূত্র ধর, এডভোকেট মুরালী ধর দাস, বিশ্বজিৎ বণিক চন্দন, পীষুস চক্রবর্তী, গৌতম কুমার রায়, শ্রী অঙ্গদ দাস গোস্বামী, প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, রাজিব রায় রাজু, সুব্রত দাস বৈষ্ণব, হরবল্লব চৌধুরী, সুধান দাশ, রায় মোহন বৈষ্ণব, স্বপন লাল বণিক, দীপুল রায়, অমিয় রায়, মিহির দাস, ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, এডঃ জুনায়েদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী, ফুলেন্দ চন্দ্র বৈষ্ণব, প্রিয়লতা পাল, জন্ম জয় দাস, নির্ধন দাস, নরেশ চন্দ্র অধিকারী, বিশুকেত দাস বৈষ্ণব।
এছাড়াও উপস্থিত ছিলেন, ২২ মৌজার ১৩০টি গ্রামের প্রতিনিধি জয় কুমার দাস, নয়ন মনি দাস, কপল দাস, লাল চান দাস, প্রিয়বাসী দাস, বিশম্বর দাস, রামবাসী দাস, ডাঃ প্রভাত বৈষ্ণব, দয়ানন্দ দাস, রঞ্জিত দাস টুটন, বৈষ্ণ স¤প্রদায় থেকে করচা, চৌধুরী, কবিরপুর, ভেড়াডহর, মুছাপুরসহ বিভিন্ন গ্রামের প্রতিনিধি রয়েছেন বিশম্বন বৈষ্ণব, মহানন্দ বৈষ্ণব, রতিন্দ্র বৈষ্ণব, সুরঞ্জিত বৈষ্ণব, বিষ্ণু প্রদ বৈষ্ণব। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।