Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাস্টার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

নবীগহ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বাসিন্দা ও মাষ্টার বিক্স এর সত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম মাস্টার এই ফাউন্ডেশনটি ২০১৩ সনে প্রতিষ্টা করে ২টি ইউনিয়ন ব্যাপী শিক্ষা, সাস্থ্য ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। মাস্টার ফাউনেডশনের অন্যতম সদস্য ও এনটিভি ইউরোপের লোটন প্রতিনিধি মইনুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, মাস্টার ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল মালেক, মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ, শিক্ষক সুব্রত দাস, গৌরাঙ্গ দাস, বিনা রঞ্জন দাস, নজরুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন রাজু। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুমিন উদ্দিন চৌধুরী। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু সুফিয়ান। উক্ত অনুষ্ঠানে কুর্শি ইউনিয়নের  ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, মাস্টার ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।