Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র জিকে গউছের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নয়ন কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য একটি ড্রেন ও ৩ টি রাস্তা উন্নয়ন কাজের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বুধবার সকালে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি)’র আওতায় পরিচালিত এ সকল কাজ সমূহের প্রকল্প এলাকা পরিদর্শনে বের হন মেয়র। প্রথমে তিনি পরিদর্শন করেন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মোহনপুর এলাকা। মোহনপুর বাইপাস সড়ক সংলগ্ন এলাকা ঘেষে শুরু হচ্ছে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য বড় ড্রেন। এ ড্রেনটি উত্তর দিকে পৌর বাসটার্মিনাল সংলগ্ন মোহনপুর কবরস্থানের পার্শ্ব হতে দক্ষিণ দিকে ঈদগাহ পর্যন্ত বিস্তৃৃত থাকবে। এ ড্রেনের অভাবে দীর্ঘদিন ধরে উত্তর মোহনপুর, দনি মোহনপুরসহ ৮নং ওয়ার্ডের বড় একটি অংশে বৃষ্টির পানি সড়ে যেতে সময় লেগে যেতো। ফলে বৃষ্টি মওসুমে ওই এলাকার জনগনকে জলাবদ্ধতায় ভোগান্তি পেতে হতো। এ ড্রেন নির্মাণ বাস্তাবায়নের পর ওই এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন ভুক্তভোগী মহল। এলাকা পরিদর্শনকালে মেয়র ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও প্রকৌশলীবৃন্দকে সিডিউল অনুযায়ী কাজের মান বজায় রেখে কাজ করা এবং নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করতে নির্দেশ দেন। মেয়র ওই সময় বাসটার্মিনাল হতে দক্ষিণ দিকে বাইপাস হতে পূর্বদিকে মোহনপুরের ভিতর পর্যন্ত আরসিসি রাস্তা নির্মানের কাজ দ্রুত শুরু করতে দায়িত্বশীলদের নির্দেশ দেন। এই আরসিসি রাস্তা নির্মাণ করতে ব্যয় হবে ২৯ লাখ ২৪ হাজার টাকা। পরে মেয়র ৭নং ওয়ার্ড ইসলামিয়া এতিমখানা রাস্তা সংস্কার কাজ প্রকল্প পরিদর্শন করেন। এই রাস্তা বিটুমিনাস কার্পেটিং হচ্ছে ১১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে। একই এলাকার রাজনগর কবরস্থান রোডে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ চলছে ৫৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে। মেয়র প্রকৌশলীবৃন্দকে সাথে নিয়ে নির্মাণ সামগ্রীর মান যাছাই করেন। তিনি কাজের শতভাগ মান বজায় রাখতে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট এলাকার অধিবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।