Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ও ক্যাশিয়ার বাবুলের বিরুদ্ধে দুদকের মামলা ॥ ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য এবং ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ এক হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জের উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে গতকাল হবিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সাবেক অধ্যক্ষ বিজিত কুমারের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিওয়াল গ্রামে। তাঁর পিতার নাম মৃত বিনোদ বিহারী ভট্রাচার্য্য। অধ্যক্ষ বিজিত কুমার বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসেবে কর্মরত। ক্যাশিয়ার বাবুল মিয়ার বাড়ি বানিয়াচংয়ের প্রথম রেখ গ্রামে। তিনি মৃত ফিরোজ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় বসবাস করছেন।
মামলার বিবরণে জানা গেছে, লোভের বশীভুত ও ক্ষমতার অপব্যবহার করে তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতের ফি বাবদ উল্লেখিত পরিমাণ টাকা আদায় করেন। ওই টাকা ব্যাংক হিসাবে জমা করেননি এবং জমা খরচ বা আয়-ব্যয় ক্যাশ বইয়ে এন্ট্রি না দিয়ে আদায় রেজিষ্ট্রার ও ক্যাশ বই প্রতারণামূলকভাবে বিনষ্ট বা গায়েব করে তারা আত্মসাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়।