Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৪র্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদার দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বাহুবল উপজেলা শাখার ব্যানারে ৪র্থ শ্রেণির কর্মচারী পদমর্যাদা ও বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল মডেল থানার সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মোহিত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ছায়েদ আলী, স্নানঘাট ইউনিয়নের দফাদার আরফাত উল্লা, তাহির মিয়া, মমিনা আক্তার, পুটিজুরী ইউনিয়নের দফাদার নূরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল মন্নান, শিপ্রা রাণী, সাতকাপন ইউনিয়নের দফাদার হিরেন্দ্র দেব নাথ, মকলিছ মিয়া, হিরা মিয়া, সাহেনা আক্তার, বাহুবল ইউনিয়নের দফাদার মহেন্দ্র পাল, নরেশ সরকার, আরব আলী, মরম আলী, মানিক মিয়া, আবুল কাসেম রুয়েল, পারভিন আক্তার, রাবিয়া খাতুন, মঙ্গলা রাণী পাল, লামাতাশি ইউনিয়নের দফাদার তাজুল ইসলাম, নাছির উদ্দিন, মিরপুর ইউনিয়নের দফাদার মুসলিম উদ্দিন, দিলীপ বৈদ্য, আবু বক্কর সিদ্দিকী, ভাদেশ্বর ইউনিয়নের দফাদার নিখিল দেব, আফতাব আলী, মহন তেলী, আব্দুল শহিদ প্রমুখ।
স্মারক লিপিতে বলা হয় বর্তমানে গ্রাম পুলিশ সদস্যগণকে মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। তাও আবার ২/৩ মাস পর পর প্রদান করা হয়। বর্তমান দ্রব্য মূল্যের বাজারে এই অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অথচ গ্রামীণ আইন শৃংখলা রক্ষা, দিন রাত ইউনিয়ন পরিষদ পাহাড়া, রাতে পাহাড়া দেওয়ার সময় দুস্কৃতিকারীদের আক্রমণ মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে চাকুরি করতে হয়। সরকারি, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন নিয়মিতই করতে হচ্ছে গ্রাম পুলিশ সদস্যদের। নামমাত্র সরকারি চাকুরিজীবি হলেও কোন ধরণের সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি না। ১৯৬৮ সালে গ্রাম পুলিশ বাহিনীর জন্য ১০০ টাকা বেতন স্কেল প্রদানের নির্দেশ হলেও অদ্যাবধি পর্যন্ত এর কার্যকারিতার মুখ দেখেনি। এ অবস্থায় আমাদের বেঁচে থাকার স্বার্থে নূন্যতম দাবি ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারিদের ন্যায় জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়।